মাইক্রোসফটের সফটওয়ারে বাগের কারণে বিশ্বব্যাপী আইটি সিস্টেমে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। যার কারণে সারা বিশ্বে এয়ারলাইন ও ব্যাংকিং পরিসেবা বিঘ্নিত হয়ে হয়েছে। অনলাইনে লেনদেন করা যাচ্ছে না অনেক দেশে।

 

বিমানে যাতায়াতের জন্য বোর্ডিং পাস হাতে লিখে দিতে হয়েছে। ভারতে শেয়ার বাজারে লেনদেন এর ক্ষেত্রে ও সাময়িক সমস্যা তৈরি হয়।

 

সকলের অবগতির জন্য এটা মনে রাখা উচিত যে, আপনি যে দেশেই থাকুননা কেনো , বর্তমান যুগে আপনাকে ইন্টারনেট এর উপর ভরসা করতেই হবে। আর ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো সমস্যা হলে সেগুলো নিয়ে অযথা প্যানিক না হয়ে কাজে সাময়িক বিরতি দেওয়াই ভালো।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব থেকে সর্বদা সতর্ক থাকুন। কারণ এই ধরনের পরিস্থিতি সাময়িক সময়ের জন্য তৈরি হয়। স্বাভাবিক হতে হয়তো কিছুটা সময় লাগে। তাই সর্বদা যন্ত্রের উপর নির্ভর না করে নিজের মস্তিষ্ককে কাজে লাগানো উচিত।

 

আর একটি বিষয় লক্ষ্য করা গেলো যে বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফট এর এই প্রভাব পড়লে চিনে এর কোনো প্রভাব পড়েনি। অন্যান্য দিনের মতোই সমস্ত কাজকর্ম স্বাভাiবিক চলেছে। এয়ারলাইনস বা ব্যাংকিং সেক্টরে কোনো প্রভাব পড়েনি।

0 thoughts on “World stopped due to Microsoft’s failure, China did not realize it!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top