ভ্রমণ পিপাসু মানুষজন সারা বছরই ঘুরে বেড়াতে পছন্দ করেন। যদি ঘুরতে গিয়ে জল , জঙ্গল ,পাহাড় একসাথে পান তাহলে তার মজাটাই আলাদা ।
এ সমস্ত কিছু পেতে আপনাকে আসতে হবে পশ্চিমবঙ্গের বাঁকুড়াতে। বাঁকুড়ার রানীবন্ধ ব্লকেই পাবেন এই তিন ধরনের বিষয়ের মিলন।
আপনাকে চলে আসতে হবে মাসফিরানা ভিউ পয়েন্টে। যেখান থেকে আপনি দেখতে পাবেন কংসাবতী ড্যমের এক সুন্দর রূপ রেখা।
সামান্য দশ টাকার বিনিময়ে মিলবে এই সুযোগ। সামনে থেকে কংসাবতী কে দেখার মজাটাই আলাদা । সকালের ফুরফুরে মেজাজ ও মন সারাদিন আপনাকে খুশিতে ভরিয়ে দেবে।
এরপর এখান থেকে চলে আসুন সহজ পাঠে । সহজ পাঠের পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজ আপনাকে প্রকৃতির প্রেমের পাঠ দেবে । উদাস মনে ঘুরতে ঘুরতে এখানে কিছুটা সময় কাটানো এখানে যেতেই পারে।
এবার চলে আসুন খাতরা মহাকুমার তালডাঙ্গরা ব্লকে। এখানেই পাবেন টেরাকোটার বিভিন্ন কাজের সম্ভার। বাড়ী সাজানোর মতো কিছু টেরাকোটার হাতি ঘোড়া বাড়ি নিয়ে যান।
যা আপনাকে ঘুরতে যাওয়ার সোনালী দিনগুলির কথা মনে করিয়ে দেবে।
পরিশেষে চলে আসুন এই তালডাংড়ার ত্রিধারা মন্দির প্রাঙ্গণে। এই ত্রীধারা মন্দির পশ্চিমবঙ্গের বৃন্দাবন নামেও পরিচিত। শৈব, শাক্ত ও বৈষ্ণব এই তিন ধারার মেলবন্ধন ঘটেছে এখানে।
শান্ত মনে কিছুটা সময় কাটিয়ে আবারো ফিরে আসুন কাজের জগতে
Доступные цены на спецтехнику Unisteam com – выгодные условия покупки
завод паровых установок юнистим ооо миасс юнистим unisteam com
Your comment is awaiting moderation.