প্রকৃতির কোলে কাটানো মুহূর্ত টাই হয়ে যায় আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। গ্রামের খোলা রূপ, বিস্তীর্ণ মাঠ, স্নিগ্ধ নদী, গ্রামীণ চিত্র আমার দিকভ্রষ্ট মনকে শান্ত করে। সত্যিই এক অপরূপ সৌন্দর্যের ভান্ডার নিয়ে আমার কাছে ধরা দেয় গ্রাম্য প্রকৃতি।
আজও ঠিক তেমনি কর্মস্থল থেকে ফেরার পথে আকাশের অপরূপ সৌন্দর্য দেখতে পেয়ে কিছুক্ষণের জন্য নৈসর্গিক এক অনুভূতি অনুভব করি।
আজ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত দাসপুর বাসস্ট্যান্ডে ঢোকার মুখে দেখলাম আকাশের প্রাকৃতিক মোহময়ী সৌন্দর্য যা থেকে চোখ ফেরানো খুবই কষ্টের।
তাই হয়তো শহর আমার অতটা পছন্দের নয়। বিশেষ করে কলকাতার মতো বড় শহর গুলি তে আমি খুব একটা থাকতে সাচ্ছন্দ বোধ করি না।
যেন কিছুটা দমবন্ধ হয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয়।
বেরিয়ে আসতে পারলেই বাঁচি।
শহরের তুলনায় আমার গ্রাম অনেক বেশি মলিন। অনেক বেশি সাবলীল। অনেক বেশি প্রাকৃতিক সৌন্দর্য তে ভরপুর।
শ্বাস প্রশ্বাসে এক আলাদা অনুভূতি অনুভব করি। হাজারো সমস্যা থাকলেও নিজের গ্রামে থাকাতেই স্বাচ্ছন্দ বোধ করি।
হয়তো ব্যক্তিবিশেষে আমার মতের অনেকের সাথে অমিল হতে পারে।আর সেটাই স্বাভাবিক। তবুও প্রকৃতির কোলে স্নিগ্ধ গাছের ছায়ায় কিছুটা সময় কাটিয়ে দিয়ে ভারাক্রান্ত পরিশ্রান্ত শরীর ও মন উভয়কেই বিষন্নতা থেকে মুক্ত করে এগিয়ে চলার রসদটুকু আমি এখান থেকেই পাই।