বক্স অফিসে ঝড় তুলেছে অমিতাভের ‘কল্কি’
বয়স যে শুধুই একটা সংখ্যা তা আবার প্রমাণ করলেন বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন। বক্স অফিসে ঝড় তুলছে নাগ আশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবি। ইতমধ্যেই বক্স অফিসে ছয়’শ কোটি টাকা পার করেছে এই ছবিটি। তবে বক্স অফিসের অঙ্কের বাইরেও, কল্কির আসল ম্যাজিক কিন্তু বিগবি। ৮১ বছর বয়সেও, অমিতাভ বচ্চন পর্দায় এসে এমন হইচই ফেলে দিয়েছেন। একজন ৮১ বছরের মানুষ যখন মেকাপের চেয়ারে ৬ ঘন্টা বসে থাকতে পারেন, তখন বোঝাই যাচ্ছে, সেই ছবিকে তিনি কতটা গুরুত্ব দিয়েছেন। সত্যিই এটা ভাবতে ও অবাক লাগে। এতটা এনার্জি তিনি পান কোথা থেকে? এতটা মনের জোর রাখেন কিভাবে?
অবাক করে এই বিষয়গুলো। এটা শোনা যায় যে টানা কয়েকঘণ্টা শুটিং এর ক্ষেত্রে ও তিনি কোনরূপ আপত্তি করেন না।
এই বয়সেও কতটা সাবলীল টা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না বলছেন সহকর্মীরা।
সিনেমা জিনিস টা অনেকদিন সেভাবে না দেখলে ও খবর রাখার চেষ্টা করি। যে সিনেমা নিয়ে এত মাতামাতি বা আলোচনা সেটা অনেকটাই স্বাভাবিক।
অনেক পরীক্ষা নিরীক্ষা বা রিসার্চ ছাড়া এটা মতো সম্ভব নয়। সে জনই আরো বেশি ভালো লাগে এই ঘরানার সিনেমাগুলো।
সোশ্যাল মাধ্যমে এই নিয়ে কিছু নিউজ প্রকাশ পেয়েছে। সম্প্রতি অমিতাভের ছবি শেয়ার করে মেকআপ আর্টিস্ট করণদীপ সিং লিখলেন, ‘কল্কির পুরো টিমকে শুভেচ্ছা। বক্স অফিসে যেভাবে ঝড় তুলেছে এই ছবি। তা দেখে বোঝা যাচ্ছে, কল্কি গোটা বিশ্বে রেকর্ড করবে। আর রেকর্ডের নেপথ্যে রয়েছে অমিতাভের অশ্বত্থামা লুক। প্রায় ৬ ঘণ্টা ধরে এই মেকআপ চলেছে।’ তেলেগু, তামিল, মালায়লাম, কন্নড়, হিন্দি এবং ইংরেজি ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পায়। অমিতাভ বচ্চন, প্রভাস ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, কমল হাসান।
ছবির মূল আকর্ষণ অবশ্যই অমিতাভ