চুড়িওয়ালা
— সরোজিনী নাইডু

আমরা হলাম চুড়িওয়ালা ,যারা
মন্দিরের মেলায় নিয়ে যাই উজ্জ্বল পসরা…
কারা কিনবে এই সূক্ষ্ম ,উজ্জ্বলি,
রামধনু-রঙা আলোর বৃত্তগুলি ?
দীপ্ত প্রাণের দ্যুতিময় স্মৃতিচিহ্ন,
সুখী জায়া ও দুহিতার জন্য।

কতক চুড়ি সাজায় কুমারীর মনিবন্ধ,
পর্বতের কুহেলীর মতো যা রূপালি ও নীলকান্ত ;
কতক কাঁকন লালিমা ছড়ায় স্বপ্নকুঁড়ির মতো ,
ঐ বনানীর স্রোতস্বিনীর স্নিগ্ধ প্রান্তে যত ।
কতক আবার দীপ্যমান নব কুসুমের দ্বারা
যুক্ত রাখে কিশলয়ের স্নিগ্ধ মহিমা ধারা ।

কতক চুড়ি রৌদ্রস্নাত শস্যক্ষেতের মতো
বিবাহ-প্রাতে কনের সাথে মানান সম্মত ।
কতক আবার তার বিবাহের অগ্নিশিখার মতো
কতকগুলি তার অন্তরের বাসনার রঙে খানিক রঞ্জিত ।
ধ্বনিময় , ভাস্বর,কোমল ও নির্মল ,
যেমন তার নববধূর সলাজ হাসি ও অশ্রুজল।

কতগুলি শুধু বেগুনি আবার ধূসর স্বর্ণপ্রভাযুক্ত ,
তারই জন্য ,যে পেরিয়েছে তার অর্ধ- জীবনবৃত্ত,
যার হাতের সোহাগে আর ভালোবাসা- ভরা কোলে
ফুটফুটে সন্তান লালিত হয়েছে দোলনার দোলে ।
এবং যে গর্বভরে সাজিয়ে তোলে আপন ঘর ,
আর স্বামীর পাশে বসে সাজায় পূজার অর্ঘ্য জীবনভর।।

0 thoughts on “The Bangle Seller’s – by Sarojini Naidu Transcreation by Animesh Mandal”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top