প্লানেটরি অ্যালাইনমেন্ট অর্থাৎ এক সারিতে একাধিক গ্রহের অবস্থান। পৃথিবী থেকে এই গ্রহগুলিতে দেখলে মনে হবে যেন তারা একই সরলরেখায় আছে। এই ঘটনা দেখা যাবে আগামী 3 রা জুন থেকে।
জানা গিয়েছে যে ওই দিন থেকে সূর্যের ছটি গ্রহ কাছাকাছি আসতে শুরু করবে। গ্রহগুলি তাদের নিজস্ব পথে থাকলেও পৃথিবী থেকে দেখলে মনে হবে যেন তারা একই রেখায় রয়েছে।
কোন কোন গ্রহ থাকছে এই অবস্থায় ? একই সারিতে দেখা যাবে বুধ, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস ,নেপচুন এবং শনি গ্রহকে । 3 রা জুনের আগে থেকেই এই অ্যালাইনমেন্ট শুরু হচ্ছে। যা জানিয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অ্যাট্রোফিজিক্স ( Indian Institute of Astrophysics) এর আধিকারিকেরা।
এই ঘটনাটি সবথেকে ভালো দেখা যাবে ভোর রাতে। ভারতবর্ষের প্রায় সব জায়গা থেকেই এই ঘটনা দেখা যাবে। অবশ্য মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকতে হবে । আকাশ পরিস্কার থাকলে এই ঘটনা দেখার সাক্ষী হয়ে থাকতে পারবেন আপনিও ।
Please read our more content at samadhanseva. Read more….
ivermectin us – stromectol online canada tegretol cheap
Your comment is awaiting moderation.