শেষ দফা নির্বাচনের পর থেকেই EXIT POLL শুরু হয়েছে। বিভিন্ন সংস্থার এই EXIT POLL এবং সি -ভোটারের মতামতে আবারো তৃতীয়বারের জন্য মোদি সরকার ক্ষমতায় আসার ইঙ্গিত মিলেছে।
এই নিয়ে অবশ্য বিরোধীরা EXIT POLL কে ভুল বলে ব্যাখ্যা করেছেন।
আবার এই নিয়ে অনেকে সিঁদুরে মেঘ দেখছেন। বিশেষ করে ২০০৪ সালে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের আগে দেশের প্রায় সমস্ত মিডিয়া চ্যানেল গুলো বাজপেয়ী সরকারকে এগিয়ে রাখলেও মূল ফলাফল সেক্ষেত্রে উল্টো হয়েছিল।
আবার সম্প্রীতি ২০২১ এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলে এর পূর্বে এক্সিট পোল জানিয়েছিল যে মমতা সরকার আর ফিরছে না। কিন্তু ফলাফল হয়েছিল সম্পূর্ণ উল্টো ।
তাই যা ঘটবে তা সম্পূর্ণ পরিষ্কার হবে 4 ঠা জুন। এবার বিজেপি সরকার গঠনের ক্ষেত্রে ৪০০ পার হবে কিনা তাও লক্ষণীয়। ম্যাজিক ফিগার কে পায় তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। আবারো একবার বিজেপি (N.D.A) সরকার নাকি ইন্ডিয়া(I.N.D.I.A) জোট ক্ষমতায় আসে সেটাই দেখার।
বিজেপি অবশ্য পশ্চিমবঙ্গে বেশ কিছু আসন বাড়িয়ে নিতে পারবে বলে আশা করছে। বিভিন্ন সমীক্ষা বিজেপিকে পশ্চিমবঙ্গে 1 নম্বর স্থানে রাখছে । এখন দেখার বিষয় যে আবারও ২০২১ এর মতো ফলাফল হয় কিনা। যদি তা তাহলে বিজেপি কর্মীরা আবারো হতাশাগ্রস্থ হয়ে পড়বে। অপর দিকে মমতা সরকার আরো আক্রমণের ঝাঁঝ বাড়াবে।
Please read our more content at samadhanseva. Read more….
priligy over the counter Results Vulva oedema and purulent vaginal discharge developed with 10 days of tamoxifen exposure in all groups
Your comment is awaiting moderation.