আজকে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো।
এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।
পরীক্ষা শুরু হচ্ছে ২০২৫ সালের ১০ই ফেব্রুয়ারি থেকে এবং শেষ হবে ২২ শে ফেব্রুয়ারি 2025।
প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০ঃ৪৫ থেকে এবং চলবে দুপুর ২ টো পর্যন্ত। প্রতিবছরের ন্যায় এ বছরও প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত পনের মিনিট সময় থাকছে।
২০২৫ সালের ১০ ই ফেব্রুয়ারি সোমবার প্রথম ভাষার পরীক্ষা রয়েছে। দ্বিতীয় ভাষার পরীক্ষা থাকছে ১১ই ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার।
এরপর ১৫ ফেব্রুয়ারি শনিবার অংক ১৭ ই ফেব্রুয়ারি ২০২৫ সোমবার ইতিহাস, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার ভূগোল, ১৯ শে ফেব্রুয়ারি বুধবার থাকছে জীবন বিজ্ঞান। ২০ শে ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার ভৌতবিজ্ঞান। এছাড়াও ২২ শে ফেব্রুয়ারি ২০২৫ শনিবার থাকছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।
সমস্ত তথ্য সহ নোটিফিকেশনটি আজকে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে।
Recklitis, Director of Research and Support Services for the Perini Family Survivors Center at Dana Farber Cancer Institute and Assistant Professor of Pediatrics at Harvard Medical School, about why some survivors experience persistent symptoms of fatigue and sleep disturbance long after active treatment ends and how palliative care can help mitigate the problem priligy medication When Should You See a Doctor If You Think You Have Lyme
Your comment is awaiting moderation.