মে মাসেই প্রকাশিত হয়েছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। যাদের ফলাফল নিয়ে অসন্তুষ্টি ছিল তারা পরীক্ষার ফল প্রকাশের পর রিভিউ অথবা স্ক্রুটিনী করেছিলেন। সেই রিভিউ এবং স্ক্রুটিনীর ফলাফল আজ পর্ষদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।
সেই ফলাফলে রীতিমত চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। প্রায় 12 হাজার 468 টি খাতাতে যোগ ভুল ছিলো। যা অবাক করেছে শিক্ষা মহল কে। চারজন পরীক্ষার্থীর র্যাঙ্ক বদল হয়েছে এবং নতুন করে ৭ জন মেধাতালিকায় জায়গা করে নিয়েছে।
ফলে মেধাতালিকার ও বদল হয়েছে। যা নিয়ে রীতিমতো শোরগোল উঠেছে। প্রশ্ন উঠছে তাহলে শিক্ষক মহাশয়রা কতটা দায়িত্ব নিয়ে এই গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির খাতা দেখে থাকেন?
কারণ ১২০০০ ছাত্র ছাত্রীর ফলাফলে ভুল ত্রুটি ছিল। যে সংখ্যাটা সত্যিকারেরই বিরাট বড় অঙ্ক।
পরবর্তী সময়ে অবশ্য এই ধরনের ভুল থেকে পরীক্ষকদের আরো বেশি করে সচেতন হতে হবে। নইলে আবারো বারে বারে এই ধরনের ঘটনা ঘটবে।