সাধারণত একাদশ – দ্বাদশ থেকে শুরু করে উচ্চ শিক্ষার প্রায় প্রতিটি স্তরেই ছাত্রছাত্রীরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি পেয়ে থাকেন। কলেজের যে কোন স্ট্রিম হোক না কেন , ইঞ্জিনিয়ারিং/ প্রফেশনাল/ ভোকেশনাল বা মেডিকেল সমস্ত ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ টি পেয়ে থাকেন। মূলত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের টাকার উপর নির্ভর করে অনেকেই তাদের উচ্চ শিক্ষা সম্পন্ন করে থাকেন।
ফলে অনেক ছাত্রছাত্রী উপকৃত হয়ে থাকেন এই স্কলারশিপ এর মাধ্যমে ।
মূলত ছাত্র-ছাত্রীরা তাদের প্রাপ্ত নম্বর ও পারিবারিক আয়ের ভিত্তিতে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন । যারা আবেদন করেছেন তাদের আবেদন ভেরিফিকেশন করার পরে অ্যাপ্রুভ করা হলে তবেই তাদের একাউন্টে টাকা ঢুকবে। যেহেতু সবেমাত্র লোকসভা নির্বাচন শেষ হয়েছে তাই এই সমস্ত কাজ শুরু করতে আরো কিছুটা সময় লাগবে।
তাই আশা করা যায় যে আগামী দু মাসের মধ্যেই ছাত্রছাত্রীরা তাদের টাকা অ্যাকাউন্টে পাবেন। খুব বেশি দেরি হলে পুজোর আগেই এই টাকা ক্রেডিট হবে।
তবে মাঝেমধ্যে এসভিএমসিএম (SVMCM) স্কলারশিপ পোর্টালে অ্যাপ্লিকেশন লগইন অপশনে ক্লিক করে আপনার আবেদন মঞ্জুর হয়েছে কিনা তার ট্র্যাক(Track ) করে দেখতে পারেন।
Please read our more content at samadhanseva. Read more….
canada pharmacy supreme suppliers
Your comment is awaiting moderation.
skypharmacy free viagra
Your comment is awaiting moderation.