সরাসরি শেয়ারবাজারে বিনিয়োগ এড়িয়ে আমরা মূলত দুইটি বিনিয়োগের ক্ষেত্রের বিষয় নিয়ে জানবো। ( বিশেষ দ্রষ্টব্য: আমি সেবি রেজিস্টার্ড কোন শেয়ার বিশেষজ্ঞ নই শুধুমাত্র educational purpose এর ক্ষেত্রে হিসাবে আমি আপনাদের পরামর্শ দান করছি বিনিয়োগ করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করে বিনিয়োগ করবেন।)
মূল বিষয়ে আসি। বিনিয়োগের ক্ষেত্র হিসেবে SIP( Systematic Investment Plan এবং SWP (Systematic Withdrawal Plan) এর ওপর ভরসা করি।
যদিও প্রথমটি বিনিয়োগের ক্ষেত্রে সেরা। দ্বিতীয়টির ক্ষেত্র নিয়ে পরবর্তী সময় আলোচনা করবো।
আপনারা জানেন যে, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে প্রথাগত শিক্ষা দিলেও সবার জন্য অর্থনৈতিক শিক্ষা ( financial education) সেভাবে দেয় না। তাই আমরা আয় (income) করতে শেখার সাথে ব্যয় করতেও শিখে যাই। তবে কতটা ব্যয় করতে হবে বা ব্যয় করার পর কতটা সঞ্চয় করতে হবে তা আমাদের কোথাও শেখানো হয় না।
আর প্রতিনিয়ত সঞ্চয় আপনাকে যে আর্থিক স্বাধীনতা (financial freedom) দিয়ে থাকে সেটাও আপনাকে বুঝতে হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা-পয়সা ইনকাম করলেও পরবর্তী সময়ে যাতে টাকা-পয়সা আপনার জন্য কাজ করে সেটাও ভাবা উচিত।
হ্যাঁ শুনতে ভালো লাগলেও কাজটা যে একদম সহজ তা কিন্তু নয়। আবার কাজটা খুব একটা জটিল নয়।
তবে এখানে আপনাকে প্রতিনিয়ত নিজের উপর আস্থা ও নিয়মানুবর্তিতার উপর নজর দিতে হবে। আপনি যে কোন সংস্থায় চাকরি করুন কিম্বা আপনার কোন আয়ের উৎস থাকুক না কেনো আপনাকে স্থির করতে হবে যে, কত বছর বয়সে আপনি কি কি পেতে চান। সেই financial goal আপনাকে স্থির করতে হবে। কারণ তার ওপর নির্ভর করেই আপনাকে বিনিয়োগের ক্ষেত্রে এগোতে হবে।
বিগত কয়েক বছর ধরে অনেকেই এসআইপি(SIP) এর প্রতি আকর্ষিত হচ্ছেন। মূলত প্রতিনিয়ত বাজারের উত্থান পতনের চিন্তা থেকে মুক্ত থাকতে পারার কারণে অনেকেই এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন।
আজ আমরা এসআইপিতে বিনিয়োগ সম্পর্কে জানবো। কোন ব্যক্তি যে পরিমাণ আয় করে থাকুন না কেন তিনি ও প্রতি মাসে 100 থেকে 500 টাকা দিয়ে এসআইপি শুরু করতে পারেন। সময় মত আপনার ব্যাংক একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা থাকলেই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। মাসের নির্দিষ্ট দিনে ব্যাংক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা ডেবিট হয়ে যাবে এবং ওই নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে ইউনিট কেনা হয়ে যাবে। NAV (net asset value) যা শেয়ার মার্কেটে একটি স্টক এর দামের মতো, এর উপর নির্ভর করে আপনার কিছু ইউনিট কেনা হয়ে যাবে, NAV কমলে ইউনিটের সংখ্যা বাড়বে আর NAV বাড়লে ইউনিট কমবে। দীর্ঘ মেয়াদ অর্থাৎ ১৫ থেকে ২০ বছরের বিনিয়োগে প্রচুর পরিমাণ লাভ পেতে এসআইপির জুড়ি মেলা ভার। তাই Demat Account খুলে বিনিয়োগ শুরু করে দিতে পারেন।
কোন ফান্ডে বিনিয়োগ করলে লাভ বেশি পাবেন অথচ risk কম হবে তার বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী অংশে করবো।
পরবর্তী আলোচনা গুলিতে কিভাবে এসআইপি করবেন তার বিস্তারিত আলোচনা করব এছাড়াও কি পরিমান বিনিয়োগে কত টাকা পেতে পারেন তাও জানব বিনিয়োগের ক্ষেত্রে small cap, midcap, বা large cap কোন ক্ষেত্রে বিনিয়োগ করা উচিত তাও পরবর্তী সময়ে আলোচনা করবো।
ivermectin for human – candesartan 16mg brand carbamazepine pill
Your comment is awaiting moderation.