ইতিমধ্যে ভারতের সবচেয়ে তাড়াতাড়ি ১০০০কোটি টাকা আয় এর রেকর্ড করেছে মাত্র ছয় দিনে। এর আগে এই রেকর্ড ছিল ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় সিনেমা প্রভাস অভিনীত বাহুবলী ২ এর। কিন্তু এখন তার জীবনকাল আয় ১৮১০ কোটি রুপি তাও টক্কর এর মুখে। তবে কেমন এই সিনেমা? দর্শক এর কাছে এই সিনেমার প্রত্যেকটা দৃশ্য আবেগ আর উন্মাদনায় ভরা, প্রথম হাফে দেখা যায় পুষ্পার টাকা র ক্ষমতা স্ত্রীকে কতটা ভালোবাসে আর তার সাথে ফানি এবং দুর্ধর্ষ একশন এর দৃশ্য। দ্বিতীয় হাফ চন্দন কাঠ পাচার এবং মজাদার সিনে ভরপুর।ছবিতে প্রত্যেকটা একটর এর কাজ নিখুঁত।
নায়িকা রাষ্মিকা একাই পুরো সিনেমা 360 ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার কাজ করেছেন।তবে ফাহাদ ফাযিল এর চরিত্র ছিল ফানি আর ভিলেন টাইপ যার অভিনয় নিয়ে কেউ তার ধরে কাছে না এলেও এক্ষত্রে পরিচালক ফাহাদ ফাযিল কে আরো ভয়ঙ্কর দেখাতে ব্যর্থ। সিনেমা মধ্যবর্তী স্থানে একটা যাত্রা দৃশ্য আছে যেটা বানাতে কথিত 70 কোটি টাকা ব্যয় হয়েছে মাত্র ওই ১০মিনিটের জন্য।
এইখানে এসে দেখা যায় অভিনয় এর সংজ্ঞা কেই বদলে দিয়েছেন আল্লু অর্জুন। সিনেমা যাই হোক তাঁর অভিনয় পারফরমেন্স, নৃত্য নিয়ে কোনো কথা হবে না, সেই মুহূর্ত গুলো ব্যাখ্যা করার বাইরে, এই অভিজ্ঞতা থিয়েটার ছাড়া অসম্ভব। গোটা সিনেমা একদিকে আর আল্লুর অভিনয় একদিকে, অসাধারণ কামব্যাক করেছেন তিনি। তার ভক্তরা খুবই খুশি । আর শেষে সমাজে মেয়েদের গায়ে হাত দিলে কি পরিনতি হয় সেটা, উফফ সত্যি ডিরেক্টর আর অভিনেতাদের কে স্যালুট। এই কারণেই প্রথম দিনে ভারতীয় সিনেমার ইতিহাসে সব রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করেছে পুষ্পা 2, বিশ্ব জুড়ে আয় করেছে ২৯৪কোটি । যেখানে হিন্দিতে আছে 72 কোটি রুপি।
সিনেমা শেষের সাথে সাথে পরবর্তী পার্টের ঘোষণা করেন নির্মাতারা। যার নাম পুষ্পা 3 The RAMPAGE, হয়তো সিনেমার মধ্যে কোনো বাহুবলী , কলকি,আরআরআর আর সালার এর মতো কোনো ভালো গল্পের ছোঁয়া নেই কিন্তু দর্শক কে ভরপুর মজা দিয়েছেন ডিরেক্টর।এই বছর এর সবচেয়ে আয় করা সিনেমা কলকি ২৮৯৮এডি র ১৩ দিনের রেকর্ড মাত্র ৬ দিনে বিট করেছে পুষ্পা 2 । দেখা যাক আর কি কি করতে পারে পুষ্পা 2 ।
তবে এই সিনেমা পরিবার এবং আপনজন দের সাথে দেখার জন্য একদম পার্ফেক্ট। যদিও আইএমডিবি এবং বাকি ক্রিটিক্স দের মতেও চলতি বছর এর সবচেয়ে সেরা সিনেমা কলকি ২৮৯৮এডি। সত্যিই একটা জিনিষ মানতে বাধ্য পুষ্পা কে ব্র্যান্ড করে দিয়েছেন ডিরেক্টর সুকুমার।
It’s actually a nice and helpful piece of information. I am glad that you shared this helpful info with us. Please keep us informed like this. Thanks for sharing.
Your comment is awaiting moderation.