এ বছরই ডিসেম্বর মাসে ভারতীয় রেল হাইড্রোজেন টেন চালাবে। অর্থাৎ জল দিয়ে চলবে ট্রেন বিদ্যুৎ বা ডিজেল নয়। শুধুমাত্র জল দিয়ে চলবে একটা আস্ত রেল।
অমৃত ভারত বা বন্দে ভারতের পর এবার আবার নতুন চমক আসছে ভারতীয় রেলে।
পরীক্ষামূলকভাবে কোন লাইনে এই ট্রেন চলবে তাও ঠিক করে ফেলেছে রেল কর্তৃপক্ষ। সম্ভবত হরিয়ানার ঝিন্দ থেকে পানিপথ এই ৯০ কিলোমিটার এর মধ্যে এই ট্রেন চলবে।
একটি ট্রেন চালাতে প্রয়োজন হবে ৩৬০ কেজি হাইড্রোজেনের।প্রয়োজনীয় হাইড্রোজেনের জন্য প্ল্যান্ট তৈরির কাজও শুরু হয়েছে।সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাসেই আমরাই ট্রেনকে চলতে দেখবো।
যার ফলে ভারতীয় রেলের মাথায় নতুন মুকুট যুক্ত হবে।
Amazing plenty of terrific data.
bet at home com online sports betting casino games poker casino games free online agent casino online
Your comment is awaiting moderation.