গত 4 ঠা জুন NEET (UG) 2024 এর ফল প্রকাশ হয়েছে যদিও ১৪ই জুন ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছিল NTA পক্ষ থেকে হঠাৎই তা পরিবর্তন করে সাধারণ লোকসভা নির্বাচন ২০২৪ এর ফল প্রকাশের দিনই NEET UG 2024 এর ফল প্রকাশ করা হলো , যাতে এখানকার দিক থেকে নজর এড়িয়ে যায়।

লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কে এক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া হলো । ফলাফলে দেখা যাচ্ছে যে এবার প্রায় 67 জনই 720 এর মধ্যে 720 নম্বর পেয়েছে। সেখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে কিভাবে এটা সম্ভব? কোন যাদু বলে এই ফলাফল। একজন দুজন তিনজন বা চারজনের এ ধরনের প্রাপ্ত নম্বর হলে প্রশ্নই থাকেনা। সেখানে NTA দ্বারা আয়োজিত UG এর প্রশ্নের কাঠামো নিয়েও কোন প্রশ্নই ওঠে না। সেখানে এত জনের পুরো নম্বর পাওয়ার ঘটনাতে সত্যিই অবাক হয়েছি আমরা। আরো কয়েকটি বিষয় লক্ষ্যণীয় কিছু পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর 719, 718 , 717 এটা কিভাবে সম্ভব?
কারণ এ ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান 4 অপরদিকে একটি ভুল হলে 1 নম্বর কেটে নেওয়া হয়ে থাকে তাহলে প্রাপ্ত নম্বর কিভাবে 719, 718 , 717 হয়। একজন পরীক্ষার্থী একটি প্রশ্নের উত্তর দিতে না পারলে তার প্রাপ্ত নম্বর হবে 720-4 =716
অপরদিকে একটি ভুল হলে প্রাপ্ত নম্বর হবে 720-(4 +1)=715
কিন্তু কিভাবে তা 719, 718 , 717 হয়। কোন যুক্তিতে?

এখানে অবশ্য অনেক রকম যুক্তি উঠে আসছে। বলা হচ্ছে নম্বরের ক্ষেত্রে normalisation করা হয়েছে।
কোন কোন পরীক্ষা কেন্দ্রে ম্যানেজমেন্টের কারণে সময় মতো শুরুর ক্ষেত্রে সমস্যা হয়েছিল সেই সমস্ত কেন্দ্রের পরীক্ষার্থীদের গ্র্রেস নম্বর দেওয়ার ফলে নাকি প্রাপ্ত নম্বর এরূপ হয়েছে।

আবার দেখা যাচ্ছে একটি কেন্দ্রে 6 জন 720 নম্বর পেয়েছে। যাদের প্রত্যেকের বুকলেট সিরিজ ও একই। এটা কিভাবে সম্ভব? এই সমস্ত বিভিন্ন কারণে NEET (UG) 2024 এর ফলাফলে দুর্নীতির অভিযোগ উঠছে।

এর পূর্বে একটি অভিযোগ উঠেছিল যে অজানা প্রশ্নের উত্তরগুলি ফাঁকা রেখে খাতা জমা দিয়ে 10 লক্ষ টাকার বিনিময়ে তা পূরণ করে দেওয়ার। এই অভিযোগ উঠেছিল গুজরাটের একজন পদার্থবিদ্যার শিক্ষকের বিরুদ্ধে।
সুতরাং পরীক্ষার আগে প্রশ্নপত্র বেরিয়ে যাওয়ার অর্থাৎ পেপার লিকের মতো অভিযোগ আগেই উঠে ছিল।
এখন সমস্ত কিছুকে ছাপিয়ে ফলাফলে দুর্নীতির অভিযোগ উঠে আসছে।
গতকালই কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে কাউন্সেলিং প্রক্রিয়া বন্ধ রাখা নির্দেশ দিয়েছে। এবং আগামী ১০ দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার কথা ও বলা হয়েছে। এখন দেখার বিষয় NTA কি সিদ্ধান্ত জানায়।

0 thoughts on “NEET (UG) 2024 Scam”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top