বক্স অফিসে ইতিমধ্যে ঝড় ফেলে দিয়েছে সম্প্রতি রিলিজ হওয়া কালকি ২৮৯৮এডি সিনেমা টি। এই সিনেমার মূল আকর্ষণ 81 বছরের অমিতাভ ,ছবিতে নির্মাতা প্রভাস কে হিরো দাবি করলেও তার চরিত্র খুঁজতে গিয়ে দর্শক অমিতাভ কে নিয়েই বেজায় মতোয়ার,81 বছর বয়সেও এই রকম অভিনয় এবং যার সামনে প্রাভাসের মত এক্টর ও শুধু মাত্র হাতের নখ মাত্র.. দুর্ধর্ষ ভিএফক্স সায়েন্স ফিকশন হিন্দু ধর্ম মহাভারত এর পরবর্তী কাহিনী নিয়ে রচিত এই ফিল্মের আসল হিরো আসলে ডাইরেক্টর নাগ অশ্বিন, যিনি এইরকম ভাবনা রেখেছেন। অমিতাভ এর উদ্দেশ্যে বিখ্যাত কোরিওগ্রাফার এবং মেক আপ আর্টিস্ট বলেন যে 5 থেকে 6 ঘণ্টা ধরে বসে একভাবে থাকা তা থেকেই বোঝা যায় যে ছবি নিয়ে তিনি কতটা সিরিয়াস!

যদিও গতবছর এরকমই খানেকটা লুকে গনপথ সিনেমা তে অমিতাভ কে দেখা গিয়েছিল তবে সে সিনেমা দর্শকের কাছে এতটাই জঘন্য ছিল তা সিনেমা জগতের অপমান। তবে কালকি সব কিছুর থেকে একঘাট উপরে টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে আইএমডিবি,গুগল এবং ট্রেড রা এর বিষয়ে বলেন সত্যিই এটা অবিশ্বাস্য যে এটা ভারতীয় সিনেমা। এছাড়াও সিনামে তে রয়েছেন কামাল হাসান যার 10 মিনিটের রোলেই হাড় হিম হয়ে ওঠে আছেন দীপিকা পাডুকোন যাকে কেন্দ্র করেই সব আরো আছেন বাঙালির অন্যতম অভিনেতা শ্বাশত চ্যাটার্জী।

তবে অমিতাভ কে সরিয়েও এই ছবির মূল কাহিনী মহাভারত এর থেকে শুরু হলে তখনই বোঝা যায় ক্লাইম্যাক্স এর সময় যে প্রভাস কেন আসল হিরো তার আসল চরিত্র বীর যোদ্ধা ইতিহাসের কর্ণের।

ইতিমধ্যে ভারতে সিনেমা টি আয় করেছে প্রায় 600 কোটি রুপি এবং বাইরে 400 কোটি রুপি যা কিনা গত বছরের শাহরুখ এর পাঠান যাওয়ান কে পেছনে ফেলে 1100 কোটি রুপি বিশ্বব্যাপি আয় করেছে।এর সমস্ত ক্রেডিট এর জন্য নির্মাতা সহ অমিতাভ এবং কামাল হাসান দাবি করেছেন প্রভাস মানেই 1000 কোটি আর প্রভাস ছাড়া এই সফলতার আলো কালকি পেতো না।যদিও ডাইরেক্টর এর ভাবনা টাই সব তবুও প্রভাস এর প্যান ইন্ডিয়া প্রভাব সিনেমা টি কে অনেক উঁচুতে নিয়ে গেছে বলে দেখাই যাচ্ছে। পরবর্তী পার্টের এর জন্য দর্শক এখন থেকেই উচ্ছ্বসিত যদিও এখনও সিনেমা টি থিয়েটারে চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top