ভাবতে পারেন বর্তমান সময়ে দাঁড়িয়ে ও বিশ্বের এই কয়েকটি দেশে এখনো কোনো বিমানবন্দর নেই। অবাক হচ্ছেন তো? অবাক হওয়াই স্বাভাবিক। হয়তো ভাবছেন এগুলো পৃথিবীর গরিব দেশ হতে পারে? তাহলে শুনুন আপনার ধারণা সম্পূর্ণ রূপে ভুল। এই দেশগুলি অবশ্যই অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী।
জানেন তো বিশ্বের সবথেকে ছোট দেশটিকে? হ্যাঁ অবশ্যই ভ্যাটিকান সিটি। ইতালির রোমের মধ্যে তা একক স্বতন্ত্র রাষ্ট্র, আর এই দেশ অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী। এই দেশে কোন বিমানবন্দর নেই।
এছাড়াও প্রায় ইতালির সাথেই লাগোয়া ৬১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে আরও একটি ছোট দেশ যার নাম সান ম্যারিনো। এই ছোট দেশটিতেও কোন বিমানবন্দর নেই। লিস্টটেনস্টাইল হল মধ্য ইউরোপে অবস্থিত আরও একটি ছোট দেশ যে দেশটিতেও কোন বিমানবন্দর নেই।
এছাড়াও ফ্রান্স ও স্পেনের মধ্যে অবস্থিত একটি ছোট্ট দেশ হলো অ্যান্ডোরা যার কোন বিমানবন্দর নেই। পরিশেষে পশ্চিম ইউরোপের একটি ছোট দেশের কথা জানাবো যার নাম মোনাকে যে দেশের মধ্যেও কোন বিমানবন্দর নেই।
Please read our more content at samadhanseva. Read more….
Some truly prize posts on this web site, saved to favorites.
Your comment is awaiting moderation.