কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চাকরির জন্য চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।Indian Maritime University এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়েছেassistant professor and associate professor পদে নিয়োগ করা হবে।
যে সমস্ত বিভাগীয় বিষয়ে নিয়োগ করা হবে সেগুলি হল economics, finance and accounting, Logistic and supply chain management, Marine Engineering, mechanical and electrical বিভিন্ন বিভাগে।
যিনি যে বিষয়ে আবেদন করতে চান সেই বিষয়ে পিএইচডি করা থাকলে এবং পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে সুযোগ মিলতে পারে।
অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য জেনে আবেদন করবেন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১২ ই জুন থেকে এবং চলবে ৩ রা জুলাই পর্যন্ত। আবেদন ফি ৯০০ টাকা ।
ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে । ইউজিসির নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।
যারা ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন করবেন।