যদিও তা সম্ভব হয় তাহলে সে ক্ষেত্রে অনেক বেশি রিস্ক থেকে যায়।
প্রথমেই বলি যে বিনিয়োগ সংক্রান্ত যে তথ্য আপনাদের কাছে আমি পরিবেশন করবো তা সম্পূর্ণরূপেই আমার ব্যক্তিগত মতামত। আমি সেবি রেজিস্টার্ড কোনো analysist বা বিশেষজ্ঞ নই ।সুতরাং মাথায় রাখবেন যে সমস্ত ক্ষেত্রে আমি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের কথা বলবো তা ফলপ্রসু করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের মতামত নেবেন।
যদি আপনি কিছু পরিমাণ টাকা থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ রিটার্ন পেতে চান তাহলে আপনাকে কয়েকটি পথ অবলম্বন করতে হবে।
প্রথমতঃ আপনি চাইলে বিশেষ কিছু স্টকে আপনার টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন।তবে মাথায় রাখতে হবে যা হবে লং টার্ম বা দীর্ঘ সময়ের জন্য। এক্ষেত্রে আপনি যদি ভালো স্টক বেছে নিতে পারেন তাহলে সেই স্টক থেকে দু বছরের মধ্যে অন্ততপক্ষে ১৮ থেকে ২০% লাভ পেতে পারেন। তবে সব ক্ষেত্রেই তা সম্ভব নয়। তবে এক্ষেত্রে অনেকটাই রিস্ক একটা থাকবে। সেটা আপনাকে মাথায় রাখতে হবে।
দ্বিতীয়তঃ আপনি চাইলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার দায়িত্ব নিয়ে আপনার টাকা বিনিয়োগ করবে। আর আপনি সময় মতো লাভ বুঝে তা তুলে নিতে পারবেন।এক্ষেত্রে আপনার মাথাব্যথা অনেকখানি কম হবে।
তৃতীয়তঃ মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ এসআইপি করতে পারেন যেখানে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি যে কোনা একটি ব্রোকার এর মাধ্যমে ফান্ড ম্যানেজারের সাহায্যে মিউচুয়াল ফান্ডে কম ঝুঁকিতে বিনিয়োগ করতে পারবেন। অবশ্য এক্ষেত্রেও আপনাকে লং টার্ম অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে হবে। দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করলে এখান থেকেও আপনি কুড়ি থেকে পঁচিশ শতাংশ রিটার্ন পেতে পারেন।
চতুর্থতঃ আরেকটি কাজ করতে পারেন সে ক্ষেত্রে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফে বিনিয়োগ করতে পারেন। যা হবে সম্পূর্ণ ঝুঁকিহীন। এক্ষেত্রে আবশ্যক ব্যাংকের ফিক্সড ডিপোজিট এর থেকে বেশ কিছুটা অতিরিক্ত সুদ আপনি পেতে পারেন।
পরিশেষে বলি আরো ঝুঁকিহীন লাভ পাবার জন্য ন্যাশনাল পেনশন স্কিমে বিনিয়োগ করতে পারেন। যার মাধ্যমে আপনি রিটায়ারমেন্ট বেনিফিট পেয়ে যাবেন।
উপরিউক্ত যে সমস্ত পথ গুলোর কথা বললাম তাছাড়াও বিভিন্ন পথ রয়েছে যেক্ষেত্রে বিনিয়োগ করার মাধ্যমে আপনি লম্বা সময় বিনিয়োগ করলে প্রচুর পরিমাণ লাভ পেতে পারেন।
মাথায় রাখবেন বিনিয়োগ করার আগে আপনার পরিচিত বিশেষজ্ঞ মতামত অবশ্যই নেবেন।
There is a photo of the car alanews24.com with the main technical parameters, the cost of daily rental and two-week use.
Your comment is awaiting moderation.